শ্রমিক শ্রেণির মুক্তি আন্দোলনের পথিকৃৎ বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা মহান কার্ল মার্কসের দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে অল ইন্ডিয়া ডি এস ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র ‘ছাত্র সংহতি’র উদ্যোগে গত ৩ জানুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কে পি বসু ভবনে অনুষ্ঠিত হল আলোচনাসভা৷ ‘মার্কসবাদী চিন্তায় শিক্ষা ও সংসৃক্তি’ বিষয়ে আলোচনা করেন সাপ্তাহিক গণদাবী পত্রিকার সম্পাদকমণ্ডলীর প্রবীণ সদস্য কমরেড অমিতাভ চ্যাটার্জী৷ সভাপতিত্ব করেন ছাত্র সংহতি পত্রিকার সম্পাদক কমরেড সৌরভ ঘোষ৷ উপস্থিত ছিলেন রাজ্য ও সর্বভারতীয় নেতৃবৃন্দ৷ কলেজ বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্র–ছাত্রীদের আগ্রহ ও উপস্থিতি ছিল লক্ষণীয়৷