আসামের নগাঁও কলেজের প্রাক্তন ছাত্রনেতাকে ক্ষমতাসীন বিজেপি সরকারের পুলিশ এনকাউন্টারের নামে গুলি চালিয়ে হত্যা করেছে। এই বর্বরোচিত হত্যার বিরুদ্ধে অল ইন্ডিয়া ডি এস ও, অল ইন্ডিয়া ডি ওয়াই ও এবং অল ইন্ডিয়া এমএসএস রাজ্যব্যাপী তীব্র প্রতিবাদ আন্দোলনে নেমেছে। ২৪ জানুয়ারি গুয়াহাটির উলুবাড়িতে তাঁরা ঘটনার বিচারবিভাগীয় তদন্ত করে দোষী পুলিশ আধিকারিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিচারপ্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এনকাউন্টারের নামে গুলি করে হত্যার ফ্যাসিস্ট কার্যকলাপ বন্ধ করা, আসামে পুলিশি শাসন বন্ধ করা, মদ -ড্রাগের ব্যবসা অবিলম্বে বন্ধ করার দাবিতে রাজপথ উত্তাল হয়ে ওঠে। গুয়াহাটি ছাড়াও এদিন নগাঁও, নলবাড়ি, উত্তর লখিমপুর, জোড়হাট, বাইহাটা চারিআলি, হাইলাকান্দি সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।