Breaking News

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার দাবি

70 year 27 Issue, 23 Feb 2018

 

অবিলম্বে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার দাবিতে ৪ ফেব্রুয়ারি ঘাটাল যোগদা সৎসঙ্গ হাইস্কুলে প্রায় তিন শতাধিক বন্যাপীড়িতের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়৷ প্রকাশ্য অধিবেশনে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডাঃ বিকাশচন্দ্র হাজরা৷

সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক৷ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডল, অবিভক্ত মেদিনীপুর জেলা বন্যা–ভাঙন–খরা প্রতিরোধ কমিটির সম্পাদক পঞ্চানন প্রধান, প্রাক্তন অধ্যক্ষ প্রশান্ত সামন্ত, শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক দুলালচন্দ্র কর, প্রাক্তন অধ্যাপক প্রণব কুমার হড় প্রমুখ৷ কমিটির সম্পাদক বলেন, আগামী বর্ষার পূর্বে রাজ্য সরকারের সেচ দপ্তর নদীখননের কাজ শুরু না করলে কমিটি আমরণ অনশনে বাধ্য হবে৷

সম্মেলনে কমিটির পক্ষ থেকে দিল্লিতে জলসম্পদ মন্ত্রী নীতিন গড়করির সাথে দেখা করে দাবিপত্র পেশ করারও সিদ্ধান্ত গৃহীত হয়৷ প্রতিনিধি অধিবেশনে ডাঃ বিকাশচন্দ্র হাজরাকে সভাপতি এবং নারায়ণচন্দ্র নায়ক ও দেবাশিস মাইতিকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করে ৩৩ জনের কমিটি গঠিত হয়৷