ঘাটাল মাস্টার প্ল্যানে অবিলম্বে অর্থ বরাদ্দের দাবিতে গণঅনশন

দুই মেদিনীপুর জেলার বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে, অবিলম্বে অর্থ বরাদ্দ করে বর্ষার পূর্বে শিলাবতী নদী এলাকায় খননকাজ শুরুর দাবিতে ‘ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি’র আহ্বানে ২৮ মার্চ সকাল থেকে ঘাটালের কলেজ মোড়ে গণঅনশনে অংশ নেন বহু মানুষ।

অনশনে বসেন কমিটির উপদেষ্টা মধুসূদন মান্না, সভাপতি ডাঃ বিকাশ চন্দ্র হাজরা, কার্যকরী সভাপতি সত্যসাধন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি, অফিস সম্পাদক কানাই লাল পাখিরা প্রমুখ। দুই জেলার ১৩টি ব্লকের বানভাসি মানুষের ১২৬ জন প্রতিনিধি গণঅনশনে অংশ নেন। সংহতি জানাতে আরও শতাধিক মানুষ বিকেলে অনশনস্থলের সভায় যোগ দেন।

কর্মসূচিকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। ১৫টি গণসংগঠন ও গণফোরামের পদাধিকারীরা অনশন মঞ্চের নেতৃবৃন্দের হাতে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান ও আন্দোলনের পাশে থাকার বার্তা দেন।