সমস্ত সরকারি শূন্য পদে নিয়োগ, বিলগ্নিকরণ বন্ধ, ঠিকাভিত্তিক নিয়োগ বন্ধ করে স্থায়ী নিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি করতে কল-কারখানা স্থাপন, কর্মসংস্থানের অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি ও কর্মসংস্থান না হওয়া পর্যন্ত উপযুক্ত বেকার ভাতা ইত্যাদি দাবিতে ১১ ফেব্রুয়ারি এআইডিওয়াইও-র সর্বভারতীয় কমিটির উদ্যোগে আসামে গুয়াহাটির লক্ষ্মীরাম বরুয়া সদনে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি এবং পশ্চিমবঙ্গ ও সিকিমের দুই শতাধিক যুবক-যুবতীর উপস্থিতিতে উত্তর-পূর্বাঞ্চলীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হয়।
যৌথভাবে কনভেনশন পরিচালনা করেন সংগঠনের নেতা বিজিত কুমার সিংহ, মলয় পাল, সাইফুল ইসলাম ও ভবতোষ দে। জিতেন চলিহা এবং সহশিল্পীদের সমবেত সঙ্গীতের পর ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ কুলেন্দু পাঠক উদ্বোধনী ভাষণ দেন। এস ইউ সি আই (সি)-র পলিটবুরো সদস্য জননেতা অসিত ভট্টাচার্য ও মেঘালয়ের শিক্ষাবিদ অধ্যাপক ওয়ান্ডেল পাসার পাঠানো লিখিত বক্তব্য পাঠ করা হয়। প্রধান বক্তা ছিলেন দলের আসাম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস। কাছাড় কলেজের প্রাক্তন অধ্যাপক ডঃ অজয় রায় এবং এ আই ডি ওয়াই ও-র সর্বভারতীয় কমিটির সভাপতি নিরঞ্জন নস্কর সহ সংগঠনের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির যুবসমাজকে জাতিগত বিদ্বেষ, মাদক দ্রব্য ইত্যাদির প্রভাব থেকে মুক্ত হয়ে উগ্র প্রাদেশিকতাবাদ ও সাম্প্রদায়িকতাবাদের ঊর্ধ্বে উঠে যুবসমাজের মূল সমস্যা বেকারত্ব নিরসনে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও উন্নত নীতি-নৈতিকতার ভিত্তিতে যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।