আমেদাবাদে গুজরাট বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্রদের হোস্টেলে ১৬ মার্চ রাতে নামাজ পড়ছিলেন উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা সহ নানা দেশ থেকে আসা ছাত্ররা। বিজেপি শাসিত গুজরাটের একদল দুষ্কৃতী ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে হোস্টেলে ঢুকে তাদের ব্যাপক মারধর করে। বহু ছাত্র আহত হন। দু’জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। পুলিশ এলেও আক্রমণ ঠেকানোর কোনও চেষ্টা করেনি। এআইডিএসও-র সাধারণ সম্পাদক কমরেড সৌরভ ঘোষ ১৮ মার্চ এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, এই ঘটনা ধর্মাচরণের স্বাধীনতা কেড়ে নেওয়ার সামিল। বিদেশি ছাত্রদের ওপর এই আক্রমণ দেখিয়ে দিল ভারতে কী মাত্রায় ধর্মীয় সাম্প্রদায়িক ঘৃণার বাতাবরণ বেড়ে চলেছে। সারা বিশ্বের কাছে আজ ভারতের এই ছবি প্রকাশ হয়ে গেল।
এআইডিএসও দুষ্কৃতীদের এবং উপস্থিত পুলিশ অফিসারদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছে। আরও দাবি, সমস্ত ছাত্রের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।