গাজা দখলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার তীব্র নিন্দা

গাজা ভূখণ্ড দখল করতে চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত নিন্দনীয় এবং ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা করে এসইউসিআই(সি)-র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ৬ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন,

গাজা ভূখণ্ডে বসবাসকারী প্যালেস্টিনীয়দের অন্যত্র সরিয়ে দিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ড ‘দখল’ এবং তার ওপর নিয়ন্ত্রণ কায়েম করার জন্য মার্কিন সাম্রাজ্যবাদের প্রতিভূ ট্রাম্পের ঘোষণা গোটা দুনিয়াকে হতচকিত করেছে। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে যৌথ এক সাংবাদিক বৈঠকে ট্রাম্পের এই উদ্ধত ঘোষণা দশকের পর দশক ধরে চলা ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ সম্পর্কে মার্কিন নীতির আসল উদ্দেশ্যকে এক ধাক্কায় উন্মুক্ত করে দিল। ট্রাম্প বলেন, আশা করছি প্যালেস্টিনীয়রা তাদের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে চলে যাবে। তাঁর এই বক্তব্য জাতি-নির্মূলকরণেরই সমতুল্য। এই উক্তি মার্কিন সাম্রাজ্যবাদের প্রভুসুলভ এবং লুঠেরা চরিত্রকে আরও একবার স্পষ্ট করে দিল। মার্কিন সাম্রাজ্যবাদের প্রভাবাধীন অঞ্চলকে বাড়িয়ে তোলার প্রচেষ্টাকে এক ধাপ ছাপিয়ে নতুন নতুন ভূখণ্ড, এমনকি সার্বভৌম দেশগুলিকেও কার্যত মার্কিন উপনিবেশে পরিণত করার হুঙ্কার শোনা গেল এই ঘোষণায়। ক’দিন আগেই ট্রাম্প ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ডকে দখল করার কথা বলেছেন।

আমরা আবারও বলতে চাই, শক্তিশালী সমাজতান্ত্রিক শিবিরের অনুপস্থিতির কারণে মানবসভ্যতার ঘৃণ্য শত্রু মার্কিন সাম্রাজ্যবাদ এমন বেপরোয়া, লাগামহীন হয়ে উঠতে পেরেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বিশ্বব্যাপী এই গুণ্ডামি ব্যর্থ করার জন্য প্রয়োজন যুদ্ধবিরোধী, শান্তিকামী মানুষের বিশ্বব্যাপী সঠিক লক্ষ্যে পরিচালিত শক্তিশালী সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন সংগঠিত করা।

আমরা নিশ্চিত যে, সাম্রাজ্যবাদী হুমকি দিয়ে সকলকে পদানত করার এই স্বৈরাচারী চেষ্টার তীব্র নিন্দায় সোচ্চার হবে বিশ্বের চিন্তাশীল মানুষ। মার্কিন সাম্রাজ্যবাদের সাহায্যে পুষ্ট উগ্র ইহুদিবাদী ইজরায়েলের অবৈধ দখলদারি এবং মিলিটারি আগ্রাসন থেকে নিজেদের মাতৃভূমিকে মুক্ত করার জন্য প্যালেস্টিনীয়দের লড়াইয়ের প্রতি সম্মান জানানো এবং বিশ্বব্যাপী এর সপক্ষে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা।