নির্বাচন এবং তাপপ্রবাহের অজুহাতে ৬ মে থেকে রাজ্যের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা এবং প্রথম দু’দফা ভোটের তিন দিন আগে থেকে স্কুল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। ১ এপ্রিল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এক প্রেস বিবৃতিতে এর তীব্র প্রতিবাদ করে জানিয়েছে, বিগত বছরগুলির মতো এবারও গরমের ছুটি বাড়ানোর ক্ষেত্রে আবহাওয়া দপ্তর, শিশু বিশেষজ্ঞ সহ শিক্ষক সংগঠনের মতামতের কোনও তোয়াক্কা না করেই চূড়ান্ত অগণতান্ত্রিকভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। গরমের অজুহাতে প্রতি বছর দেড়-দু মাস করে স্কুল বন্ধ রাখার ফলে পড়াশোনার প্রচণ্ড ক্ষতি হচ্ছে। পরিণামে স্কুলছুট বাড়ছে। প্রয়োজনে সর্বত্র সকালে ক্লাসের ব্যবস্থা করা হোক।