২৬ আগস্ট এক বিবৃতিতে এস ইউ সি আই(সি)-র রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, যখন খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন বেড়ে চলেছে এবং তা কমানো বা নিয়ন্ত্রণের কোনও প্রচেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে দেখা যাচ্ছে না, তখন বিলাতি মদের দাম কমানোর সিদ্ধান্ত আমাদের কাছে অত্যন্ত নির্লজ্জজনক মনে হয়েছে। এর মধ্য দিয়ে হয়ত মদের বিক্রি বাড়বে এবং তাতে রাজস্ব বৃদ্ধি হবে কিন্তু গরিব মানুষ মদ কিনে আরও নিঃস্ব হবেন, পারিবারিক অশান্তি বাড়বে এবং পাড়ায় পাড়ায় নারীদের উপর অত্যাচার বৃদ্ধি পাবে। আমরা এই সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা করছি।