রাজ্যের সম্পত্তি বিনষ্টের ক্ষতিপূরণ সংক্রান্ত যে সংশোধনী বিল বিধানসভায় আনা হয়েছে তার তীব্র প্রতিবাদ করে এসইউসিআই(সি)-র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ২২ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, রাজ্যে সরকারি বা অন্য কোনও সম্পত্তি নষ্ট করলে তার ক্ষতিপূরণের নামে যে সংশোধনী বিল গতকাল বিধানসভায় পাশ হল তা যে কোনও প্রতিবাদী আন্দোলনের সংগঠকদের ভীতি প্রদর্শন এবং সেই আন্দোলন দমনের কাজেই যে ব্যবহার হবে তাতে সন্দেহের অবকাশ নেই। ১৯৭২ সালে কংগ্রেস সরকার প্রণীত এই আইনকে তৃণমূল সরকার ২০১৭ সালে সংশোধন করে যে বিল এনেছিল তার উদ্দেশ্যের মধ্যে ‘আন্দোলনের প্রক্রিয়া’-কে স্তব্ধ করার কথাই কার্যত বলা হয়েছিল। এবার তাকে আবারও সংশোধন করে ক্ষতিপূরণের নামে আন্দোলনকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা রাজ্য সরকার নিতে চেয়েছে। ফলে রাজনৈতিক আন্দোলনের বিরুদ্ধে এই আইন ব্যবহার করা হবে না– মন্ত্রীর এই আশ্বাসবাণী সম্পূর্ণ বিভ্রান্তিকর। এটি আরও বিভ্রান্তিকর এই কারণে, সমাজবিরোধী কার্যকলাপকে শাসক দলই যে পুলিশ প্রশাসনের সাহায্যে প্রশ্রয় দেয় তা অস্বীকার করার কোনও উপায় নেই।
তাছাড়া সরকারি সম্পত্তি রক্ষার আইন তো ছিলই, তা হলে বারবার সংশোধন করে সরকারকে আরও কঠোর আইন হাতে নিতে হচ্ছে কেন? সরকারের এই দৃষ্টিভঙ্গি স্বৈরাচারের নামান্তর। আমরা এই আইন অবিলম্বে প্রত্যাহার করার দাবি করছি।