অতিবর্ষণ ও বন্যায় এ রাজ্যের বহু এলাকার মতো খড়গপুর শহরের বিভিন্ন ওয়ার্ড এবং গ্রামাঞ্চলের বিস্তীর্ণ এলাকার অনেক কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নানা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন এলাকাবাসী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষেরা। এলাকার পরিচারিকারা এই পরিস্থিতিতে গভীর সমস্যায় পড়েছেন। এঁদের ক্ষতিপূরণের আর্জি নিয়ে ৫ অক্টোবর সারা বাংলা পরিচারিকা সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ডাকে দুই শতাধিক পরিচারিকা মিছিল করে এসডিও অফিসে যান এবং দাবিপত্র পেশ করেন। মহকুমা শাসকের দপ্তরথেকে দাবিগুলিকে সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেওয়া হয়।
সমিতির জেলা সম্পাদিকা জয়শ্রী চক্রবর্তী জানান যে দাবিগুলি অবিলম্বে পূরণ না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। রাজস্ব আদায়ের নামে মদের ব্যাপক প্রসার ঘটানোর প্রতিবাদে ও পরিচারিকাদের নানা পেশাগত দাবিতে ৩০ সেপ্টেম্বর সারা বাংলা পরিচারিকা সমিতির এগরা শাখার উদ্যোগে দুই শতাধিক পরিচারিকা এগরা থানা ও আবগারি দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পথঅবরোধ কর্মসূচিতে সামিল হন।