Breaking News

ক্লাসরুম শিক্ষা চালুর দাবিতে এআইডিএসও-র আন্দোলন

কলকাতা

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপের টাকা ফেরত, একাদশ উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কাছ থেকে কেবলমাত্র সরকার নির্ধারিত ফি নেওয়া, স্কুল স্তরে ফি মকুব, অবিলম্বে করোনা সুরক্ষার সমস্ত বন্দোবস্ত করে প্রথম শ্রেণি থেকে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত শ্রেণির পঠন-পাঠন শুরু প্রভৃতি দাবিতে জেলায় জেলায় আন্দোলন করছে এআইডিএসও।

কলকাতা বিশ্ববিদ্যালয়ঃ ৯ জুলাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখায় এআইডিএসও। নেতৃত্ব দেন জেলা সম্পাদক কমরেড আবু সাইদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক কমরেড মণিশঙ্কর পট্টনায়ক ও রাজ্য সভাপতি কমরেড সামসুল আলম।

উত্তর ২৪ পরগণাঃ ৭ জুলাই উত্তর ২৪ পরগণা জেলা এআইডিএসও-র পক্ষ থেকে ডিআই-এর কাছে ডেপুটেশন দেওয়া হয়।

উত্তর দিনাজপুরঃ সংগঠনের হেমতাবাদ কমিটির পক্ষ থেকে বীরগ্রাম হাইস্কুলে ডেপুটেশন দেওয়া হয় এবং বীরগ্রাম মোড়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক কমরেড শ্যামল দত্ত, জেলা সহ-সভাপতি কমরেড অমৃত বর্মন ও হেমতাবাদ লোকাল কমিটির সম্পাদক কমরেড অনিমেষ বর্মন।

কাঁথী
বেলদা
উত্তর ২৪ পরগণা
হেমতাবাদ

গণদাবী ৭৩ বর্ষ ৩৯ সংখ্যা