Breaking News

কেন্দ্রীয় সরকার ছাঁটাইয়ের অবাধ অধিকার দিল মালিকদের

কেন্দ্রের বিজেপি সরকার তিনটি প্রধান শ্রম আইন জুড়ে দিয়ে ‘লেবার কোড’ নামে যে বিল ২৮ নভেম্বর সংসদে পেশ করেছে, তাকে চূড়ান্ত শ্রমিকস্বার্থ বিরোধী আখ্যা দিয়েছেন এ আই ইউ টি ইউ সি–র সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর সাহা৷

২৯ নভেম্বর এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ট্রেড ইউনিয়ন অ্যাক্ট –১৯২৬, স্ট্যান্ডিং অর্ডার অ্যাক্ট এবং ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্ট –১৯৪৬ একত্রিত করে এই কোড তৈরি করা হয়েছে৷ শ্রম আইন সংশোধনের বিষয়ে ৪৬তম ইন্ডিয়ান লেবার কনফারেন্সে যে তিনটি মাপকাঠি নির্ধারণ করা হয়েছে, যথা শ্রমিকদের কল্যাণের অধিকার, কর্মসৃষ্টি এবং শিল্পে শান্তি– কোডের বিষয়বস্তু থেকে পরিষ্কার দেখা যাচ্ছে তা চূড়ান্তভাবে লঙঘন করেছে কেন্দ্রীয় সরকার৷ শ্রমিকদের অধিকার বা কর্মসংস্থানের সঙ্গে এই লেবার কোডের কোনও সম্পর্ক নেই৷ বিপরীতে এই কোড মালিকদের অধিকার দিয়েছে অবাধে শ্রমিক ছাঁটাইয়ের৷ স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক নিয়োগের নীতিকেও চূড়ান্তভাবে লঙঘন করা হয়েছে৷ এই লেবার কোডকে হাতিয়ার করে মালিকরা স্থায়ী কাজে ঠিকা শ্রমিক নিয়োগ করতে পারবে, কাজ আউটসোর্সিং করবে, ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট চালু করবে এবং সরকারের অনুমতি ছাড়াই নিজস্ব স্বার্থে যে কোনও সময় কারখানা বন্ধ করে দিতে পারবে৷ মালিকী শোষণ–বঞ্চনার বিরুদ্ধে শ্রমিকদের সংঘবদ্ধ হওয়া, ইউনিয়ন গঠন করা এবং ধর্মঘট করা, যা কালের ধারায় মৌলিক অধিকারে পরিণত হয়েছে, তার উপরেও নানা বিধিনিষেধ আরোপ করছে এই লেবার কোড৷ কমরেড সাহা বিজেপি সরকারের এই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান৷

(গণদাবী : ৭২ বর্ষ ১৮ সংখ্যা)