৬৫ বছর বয়স পর্যন্ত কাজের অধিকার, পে স্কেল, ওয়ার্কলোডের সুস্পষ্ট ব্যাখ্যা, বদলি, আপগ্রেডেশন, অ্যাডিশনাল নোশনাল বেনিফিট, মৃত্যুর পর গ্র্যাচুইটির অর্ডার সহ নানা দাবিতে এবং সরকারি নির্দেশ অনুযায়ী স্টেট এডেড কলেজ টিচারদের (স্যাক্ট)-দের যে বেতন, তা কমিয়ে দেওয়ার প্রতিবাদে ১ মার্চ কুটাব-এর ডাকে বিকাশ ভবন অভিযান করলেন কয়েকশো স্যাক্ট টিচার।
অধ্যাপকরা শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিবের কাছে ডেপুটেশন দিতে মিছিল শুরু কর়লে পুলিশ তাঁদের গতিরোধ করে এবং টানা-হ্যাঁচড়া করতে শুরু করে। অবশেষে সংগঠনের ৪ জনের সঙ্গে দীর্ঘ ১ ঘন্টা বৈঠক করতে বাধ্য হন ডিপিআই। শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপিকা সুচন্দ্রা চৌধুরী বলেন, আমরা মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, তাঁরা যেন অবিলম্বে স্যাক্ট-দের ন্যায্য দাবিগুলোর বিষয়ে হস্তক্ষেপ করেন। না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।