কার্শিয়াং ব্লকের আশাকর্মীর উপর পাশবিক নির্যাতনের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাতে এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস এক বিবৃতিতে বলেন, দার্জিলিং জেলার কার্শিয়াং ব্লকের এক আশাকর্মী ১৫ এপ্রিল সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীর দ্বারা আক্রান্ত হন। অত্যাচারের পর দুষ্কৃতীরা তাঁকে আহত অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে যায়। তিনি এখন আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়িতে একটি হাসপাতালে ভর্তি। কমরেড দাস বলেন, আশাকর্মীদের দিন-রাত কাজ করতে হয়। কর্মক্ষেত্রে তাঁদের নিরাপত্তা নেই। নদীয়ার হাঁসখালি, বীরভূম, পুরুলিয়ার ঘটনার পর এই ঘটনা আবার প্রমাণ করল যে, এই রাজ্যে নারীদের নিরাপত্তা নেই। কিন্তু প্রশাসন শুধু নির্বিকার নয়, বহু ক্ষেত্রে তারা অপরাধীদের আড়াল করারও চেষ্টা করছে। এই ঘটনার প্রতিবাদে ১৬ এপ্রিল কার্শিয়াং থানায় বিক্ষোভ দেখান আশাকর্মীরা।