নদীয়া : সরকারি সমস্ত শূন্যপদে নিয়োগ এবং স্থায়ী চাকরি না পাওয়া পর্যন্ত বেকারভাতা দিতে হবে, অবিলম্বে মদ নিষিদ্ধ করতে হবে– এ ধরনের নানা দাবি নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ সংগঠিত করছে বিপ্লবী যুব সংগঠন এআইডিওয়াইও৷ ১১ দফা দাবিতে ৩ সেপ্টেম্বর সংগঠনের নদীয়া জেলা কমিটি জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখায়৷ শতাধিক যুবক বিক্ষোভে সামিল হন৷ সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুপ্রিয় ভট্টাচার্য, জেলা সম্পাদক মসিকুর রহমান, জেলা সভাপতি শীতল দে বক্তব্য রাখেন৷ বক্তারা বলেন, এই জেলাতে কয়েক হাজার শূন্যপদ অথচ নিয়োগ হচ্ছে না৷ কল্যাণী শিল্পাঞ্চল ধুঁকছে৷ এ দিকে কেন্দ্রীয় সরকারের নজর নেই৷ বক্তারা যুবকদের জয় শ্রীরামে না মজে চাকরির দাবিতে তীব্র যুব আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান৷ পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল জেলাশাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করে৷
পশ্চিম বর্ধমান : সংগঠনের পশ্চিম বর্ধমান ইউনিট ১২ সেপ্টেম্বর আসানসোল জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখায় ও স্মারকলিপি দেয়৷ আসানসোল বিএনআর মোড়ে যুবকদের সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সোমনাথ কৈবর্ত্য এবং আনন্দরূপ রায়৷ হিন্দুস্থান কেবলস স্কুলের পুনরুজ্জীবন, নতুন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, রূপনারায়ণপুরের জল সমস্যার সমাধান এবং গুরুত্বপূর্ণ স্থানে রামমোহন, বিদ্যাসাগর, ক্ষুদিরাম সহ বাংলার বিশিষ্ট মনীষীদের মূর্তি স্থাপন করার দাবিও জানানো হয়৷
কলকাতা : ১২ সেপ্টেম্বর কলকাতা জেলা কমিটির উদ্যোগে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত যুব বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক সঞ্জয় বিশ্বাস ও সভাপতি সঙ্গীতা ভক্ত৷ বিক্ষোভ সভায় রাজ্য সম্পাদক কমরেড নিরঞ্জন নস্কর বলেন, গত ৪৫ বছরের মধ্যে দেশে বেকারের সংখ্যা সর্বাধিক৷ চূড়ান্ত অর্থনৈতিক মন্দা চলছে৷ কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ উদাসীন৷ এসব থেকে মুখ ঘুরিয়ে দিতেই সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভেদের ষড়যন্ত্র করছে, আর বেকার যুবকদের বলছে ‘পকোড়া ভেজে’ রোজগার কর৷ রাজ্য সরকারও যুবকদের কাজের ব্যবস্থা না করে ‘চপ ভাজা’–র পরামর্শ দিচ্ছে৷ এভাবে দুই সরকারই চাকরি দেওয়ার দায়িত্ব এড়িয়ে চলছে৷
সঙ্গীতা ভক্তের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল রাজ্য সরকারের লেবার কমিশনারের কাছে স্মারকলিপি দেয়৷ কমিশনার ভয়াবহ বেকার সমস্যার কথা স্বীকার করেন এবং দাবির যৌক্তিকতা মেনে নেন৷ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ–ডি রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েটিং লিস্টের প্রার্থীরাও এই বিক্ষোভে এবং প্রতিনিধি দলে ছিলেন৷ কমিশনার বলেন, এই প্রার্থীদের বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি বোর্ডকে জানাবেন৷
পুরুলিয়া : সংগঠনের পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে ১১ সেপ্টেম্বর জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখানো হয়৷ শতাধিক যুবকের মিছিল দপ্তরের গেটে পৌঁছলে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক কমরেড সোমনাথ কৈবর্ত্য, বিশিষ্ট সংগঠক কমরেড সন্তোষ গঁরাই, কমরেড দীপক কুমার প্রমুখ৷ পাঁচ জনের প্রতিনিধি দল জেলাশাসকের কাছে একটি দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করে৷