ভর্তির আবেদনপত্রের দাম বাড়িয়ে দ্বিগুণ করা এবং অন্যায় ভর্তি প্রক্রিয়ার প্রতিবাদে ২৫ জুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে প্রবল বিক্ষোভ দেখায় এ আই ডি এস ও৷
সংগঠনের কলকাতা জেলা সম্পাদক কমরেড প্রভাশিস দাস বলেন, ঐতিহ্যশালী কলকাতা বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত নিয়ম উপেক্ষা করে আগাম কোনও বিজ্ঞপ্তি না দিয়ে সাধারণ মানুষকে অন্ধকারে রেখে তড়িঘড়ি যেভাবে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়েছে তা সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে বিস্মিত করেছে৷ এআইডিএসও এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে৷ তিনি বলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পার্ট–৩–এর ফল প্রকাশের আগেই স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে৷ ফল প্রকাশিত হওয়ার আগেই ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ায় সাধারণ ছাত্রছাত্রীরা প্রবল সমস্যার সম্মুখীন হচ্ছেন৷ অন্যদিকে ভর্তির আবেদনপত্রের দাম সাধারণ প্রার্থীদের জন্য ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা এবং এস সি, এস টি, এবং পি ডব্লিউ ডি প্রার্থীদের জন্য ৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে, যা সাধারণ গরিব পরিবারের ছাত্রছাত্রীদের বোঝা বাড়াচ্ছে৷ সংগঠন দাবি জানায়, ভর্তির আবেদনপত্রের দাম নেওয়া চলবে না৷
স্নাতকোত্তরে পরীক্ষার দায়িত্ব বেসরকারি হাতে তুলে দেওয়ারও তীব্র বিরোধিতা করেছে এ আই ডি এস ও৷ বিএড–এমএড কোর্সের পঠনপাঠন অনিশ্চিত করে বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবসার স্বার্থে ছাত্রছাত্রীদের বিপদে ফেলা বন্ধ করার দাবিও তোলা হয়েছে৷