Breaking News

কলকাতা বিশ্ববিদ্যালয়ে এআইডিএসও-র আন্দোলনের জয়

করোনা অতিমারি পরিস্থিতিতে অসংখ্য পরিবার আর্থিক দুর্দশায় ভুগছে। এই পরিস্থিতিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের সমস্ত বিভাগের ছাত্রছাত্রীদের বিভিন্ন সেমেস্টারে ফি মকুবের দাবি দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে জানিয়ে আসছে এআইডিএসও। মাস তিনেক আগে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) মৌখিকভাবে জানিয়েও ছিলেন যে কোনও রকম ফি ছাত্রছাত্রীদের থেকে নেওয়া হবে না। কিন্তু লিখিত প্রতিশ্রুতি না পাওয়ায় টিউশন ফি সহ সমস্ত ফি মকুবের নোটিশ কর্তৃপক্ষকে দিতে হবে– এই দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শ্রাবন্তী সাঁফুই ও পূর্বা ঘোষের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভ হয়। এরপর ২৬ আগস্ট ছাত্রছাত্রীদের সংগঠিত কর়ে এআইডিএসও-র কলকাতা বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে সহ-উপাচার্য (শিক্ষা) এবং সেক্রেটারির সঙ্গে পরপর দু’বার দেখা করা হয়। এ দিন বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নেন ছাত্রছাত্রীরা। আন্দোলনের চাপে কর্তৃপক্ষ আশ্বাস দেন যে, ফি সংক্রান্ত বিষয়ে সুস্পষ্ট নোটিফিকেশন করা হবে। কর্তৃপক্ষের আশ্বাসে অবস্থান তুলে নেওয়া হয়। পরদিন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে ফি মকুব সংক্রান্ত সুস্পষ্ট নোটিশ দেওয়া হয়। ২৭ আগস্ট এক বিবৃতিতে সংগঠনের জেলা কমিটির সম্পাদক আবু সাঈদ ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন, যে সমস্ত ছাত্রছাত্রী ইতিমধ্যে ফি জমা দিয়েছেন, তাঁদের ফি ফেরত দিতে হবে। তিনি বলেন, একমাত্র ঐক্যবদ্ধ আন্দোলনই যে পারে যে কোনও ন্যায়সঙ্গত দাবি আদায় করতে, এই জয়ে তা আরও একবার প্রমাণিত হল।