কলকাতা বন্দরের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে এটিকে শ্যামাপ্রসাদ মুখার্জির নামাঙ্কিত করার পরিপ্রেক্ষিতে এসইউসিআই(সি)–র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ১৩ জানুয়ারি এক প্রেস বিবৃতিতে বলেন, ‘কলকাতা বন্দরের নাম যেভাবে প্রধানমন্ত্রী আকস্মিক ঘোষণায় শ্যামাপ্রসাদ মুখার্জির নামাঙ্কিত করলেন তা কোনভাবেই সমর্থনযোগ্য নয়৷ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা ছিল অত্যন্ত অগৌরবজনক৷ আরএসএস–হিন্দু মহাসভা–সঙঘ পরিবারের দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হয়ে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনকে কেবল হিন্দু সাম্প্রদায়িকতার বিকৃত দৃষ্টিভঙ্গি দিয়েই দেখেননি, ভারত ছাড়ো আন্দোলনের সরাসরি বিরোধিতা করেছিলেন৷ ১৯৪৬–৪৭ সালে তিনি এমন কথাও বলেছিলেন যে ভারত যদি ভাগ নাও হয় তিনি বাংলা ভাগের পক্ষপাতী৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি যখন প্রবাসী ভারতীয়দের নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করে ভারতকে স্বাধীন করার চেষ্টা করছিলেন ঠিক সেই সময় তৎকালীন বাংলা সরকারের মন্ত্রী হয়ে তিনি ভারতীয়দের ব্রিটিশ সৈন্যদলে যোগ দেওয়ানোয় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন৷ এমন একজন বিতর্কিত মানুষের নামে কলকাতা বন্দরের নাম রাখা কোনওভাবেই যুক্তিযুক্ত ও বাঞ্ছনীয় নয়৷ আমরা এই ঘোষণার তীব্র বিরোধিতা করছি এবং অবিলম্বে তা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি৷’