এ আই ডি এস ও-র বারুইপুর জেলা সম্মেলন

জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে এবং শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষার লক্ষ্যে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হল এআইডিএসও-র বারুইপুর সাংগঠনিক জেলা দশম ছাত্র সম্মেলন।

দুই শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে জয়নগর মজিলপুর রূপ ও অরূপ মঞ্চে সম্মেলনের উদ্বোধন করেন এস ইউ সি আই (কমিউনিস্ট) পিচমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য এবং বারুইপুর সাংগঠনিক জেলার সম্পাদক কমরেড নন্দ কুন্ডু। সংগঠনের রক্তপতাকা উত্তোলন করেন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড মণিশঙ্কর পট্টনায়ক। শহিদবেদিতে মাল্যদান করেন কমরেড নন্দ কুণ্ডু, কমরেড মণিশঙ্কর পট্টনায়ক, সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড ডাঃ সামস মুসাফির, কমরেড সুশান্ত ঢালী, এআইডিওয়াইও-র সর্বভারতীয় সভাপতি কমরেড নিরঞ্জন নস্কর। সম্মেলনের মধ্য দিয়ে কমরেড শুভেন্দু মণ্ডলকে সভাপতি এবং কমরেড ঋতুপর্ণা প্রামাণিককে সম্পাদিকা করে ১৮ জনের জেলা কমিটি এবং ৪৩ জনের জেলা কাউন্সিল নির্বাচিত হয়।