রাষ্ট্রায়ত্ত শিল্প রক্ষা করা, পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনা, সরকারি কাজে আউটসোর্সিং ও ঠিকেদারি বন্ধ করা, ন্যূনতম মজুরি ২৮ হাজার টাকা করা সহ শ্রমিকদের নানা দাবিতে এ আই ইউ টি ইউ সি-র রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল ২৪ নভেম্বর ভোপালে। সম্মেলন থেকে কমরেড লোকেশ শর্মাকে সভাপতি, রূপেশ জৈনকে সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্যের রাজ্য কমিটি গঠিত হয়।