এস ইউ সি আই (সি) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৯ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, এসএসসি যখন আদালতে নিজেই স্বীকার করেছে যে, ৮০০ জন শিক্ষকের প্রায় ৫৩ নম্বর পর্যন্ত বাড়িয়ে বেআইনি নিয়োগ করেছে এবং স্কুলে গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে ২৮২০ জনের উত্তরপত্রে (ওএমআর শিট) কারচুপি করেছে তখন এসএসসি এখনই তাদের চাকরি বাতিল করুক। সঙ্গে সঙ্গে যোগ্য প্রার্থীরা যাঁরা দীর্ঘদিন ধরে রাস্তায় অবস্থান করছেন তাঁদের অবিলম্বে চাকরি দেওয়া হোক। আমাদের আরও দাবি, বেআইনিভাবে যাঁরা এতদিন চাকরি করেছেন তাঁদের বেতনের টাকা অবিলম্বে ফিরিয়ে দিতে বাধ্য করা হোক।
এসএসসি-তে এত বড়ো দুর্নীতির দায় রাজ্য সরকার এড়াতে পারে না। অথচ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসক দলের নেতারা প্রত্যেকদিন তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। দুর্নীতির শিকড় কতটা গভীরে তা যথাযথভাবে তদন্ত করে দ্রুত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।