অবিলম্বে এসএসসি, টেট-উত্তীর্ণ মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের নিয়োগ, নিয়োগ দুর্নীতিতে জড়িত নেতা-মন্ত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সমস্ত সরকারি শূন্যপদে নিয়োগ ও মদ নিষিদ্ধ করার দাবিতে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ২২ অক্টোবর মুরারইতে এআইডিওয়াইও-র চতুর্থ বীরভূম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। দেড় শতাধিক যুবক সম্মেলনে প্রতিনিধিত্ব করেন।
শুরুতে বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন সহ একটি সুসজ্জিত মিছিল মুরারই শহর পরিক্রমা করে। সম্মেলনে বক্তব্য রাখেন এসইউসিআই(সি)-র জেলা সম্পাদক মদন ঘটক, সংগঠনের রাজ্য সভাপতি অঞ্জন মুখার্জি এবং রাজ্য কমিটির সদস্য আশরাফুল হক জুয়েল। আগামী দিনে শক্তিশালী যুব আন্দোলন গড়ে তুলতে হেমন্ত রবিদাসকে সভাপতি, সেমীম আক্তারকে সম্পাদক করে ৩৬ জনের শক্তিশালী জেলা কাউন্সিল গঠিত হয়।