যুব সংগঠন এআইডিওয়াইও-র তৃতীয় সর্বভারতীয় যুব সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ১১-১২ ডিসেম্বর, ঝাড়খণ্ডের ঘাটশিলায়। দেশজুড়ে ভয়াবহ বেকারত্ব, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, রেল ব্যাঙ্ক বিমা সহ সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্পগুলির বেসরকারিকরণের ফলে দেশের মানুষ, বিশেষত যুব সমাজ আজ ভয়ঙ্কর সংকটের সম্মুখীন। দেশজুড়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির পুঁজিপতি শ্রেণির স্বার্থবাহী নীতি অনুসরণের ফলেই এই সঙ্কট তৈরি হয়েছে। নিজেরা রেহাই পেতে পুঁজিপতি শ্রেণি সঙ্কটের সমস্ত বোঝা এমনিতেই সঙ্কটের ভারে নুয়ে পড়া সাধারণ মানুষের উপর মূল্যবৃদ্ধি, করবৃদ্ধি, ছাঁটাইয়ের আকারে চাপিয়ে দিচ্ছে। সরকারি ক্ষেত্রে নতুন নিয়োগ প্রায় বন্ধই করে দিয়েছে। শুধু অর্থনৈতিক আক্রমণ নয়, রুচি, সংস্কৃতি, নৈতিকতা, মূল্যবোধের উপরও চূড়ান্ত আঘাত হানছে। অপসংস্কৃতির জোয়ার, বিভেদ বিদ্বেষের রাজনীতি, মদ, মাদক দ্রব্য, জুয়া খেলার প্রলোভনে মাতিয়ে রাখার অপচেষ্টা চলছে সর্বাত্মক। পরিণামে মহিলাদের উপর অত্যাচারের মাত্রাও পাল্লা দিয়ে বাড়ছে। কেন্দ্র ও রাজ্য সরকার গুলো এহেন পুঁজিবাদের সেবাদাসের ভূমিকা পালন করছে।
এ সমস্ত কিছুর বিরুদ্ধে দেশজুড়ে যুবকেরা এ আই ডি ওয়াই ও-র পতাকাতলে সমবেত হয়ে, সর্বাত্মক আন্দোলন পরিচালনার চেষ্টা করছে। প্রাইভেট টিউটর, নার্স, ডেলিভারি বয়, বাইক ট্যাক্সি চালক থেকে শুরু করে নানা স্তরের কর্মপ্রার্থী যুবকেরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করছেন। দেশজুড়ে সেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে এ আই ডি ওয়াই ও-র উদ্যোগে গড়ে ওঠা ‘আনএমপ্লয়েড ইউথ স্ট্রাগল কমিটি’। মধ্যপ্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, কেরালা, মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্যে আন্দোলন বৃহত্তর রূপ নিতে শুরু করেছে। রাষ্ট্রীয় সন্ত্রাস, নানা আক্রমণ, অত্যাচারকে উপেক্ষা করে, এ যুগের মহান দার্শনিক চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষের আদর্শ ও উন্নত নীতি নৈতিকতার আধারে এই আন্দোলনকে সর্বাত্মক রূপ দিতেই এই সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। উদ্বোধনী বক্তব্য রাখবেন এস ইউ সি আই (সি)-র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অরুণ সিং এবং সমাপ্তি ভাষণ রাখবেন পলিটবুরো সদস্য কমরেড কে রাধাকৃষ্ণ।