বিহার রাজ্যের নবম ছাত্র সম্মেলন দ্বারভাঙা শহরে অনুষ্ঠিত হল ১২-১৩ এপ্রিল। সম্মেলনের সূচনায় এক বিশাল ছাত্র মিছিল ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে দ্বারভাঙা শহর পরিক্রমা করে। ১৩ এপ্রিল শিক্ষা সেমিনার ও প্রতিনিধি অধিবেশনের শুরুতে দেশ এবং বিশ্বের শিক্ষা-সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষার সংগ্রামে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সেমিনারে বক্তব্য রাখেন এমএলএসএম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ অমরকান্ত কুমার, এআইডিএসও-র সেন্ট্রাল কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি কমরেড সমর মাহাতো এবং বিহার রাজ্য সম্পাদক কমরেড বিজয় কুমার। প্রতিনিধি অধিবেশনে উপস্থিত ছাত্র প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ও এস ইউ সি আই (সি)-র বিহার রাজ্য সম্পাদক কমরেড অরুণ কুমার সিং, সংগঠনের সেন্ট্রাল কাউন্সিলের সাধারণ সম্পাদক কমরেড শিবাশীষ প্রহরাজ ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি কমরেড মণিশঙ্কর পট্টনায়ক। বামপন্থী ছাত্র ঐক্যকে শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সম্মেলনে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে এআইএসএ, এআইএসএফ, এসএফআই-এর মতো বামপন্থী ছাত্র সংগঠনগুলির নেতারা বক্তব্য রাখেন। সম্মেলনে ৪২ সদস্য বিশিষ্ট বিহার রাজ্য কাউন্সিল নির্বাচিত হয়। কমরেড বিজয় কুমার সভাপতি, কমরেডস শিব কুমার এবং রাজু কুমার সহ সভাপতি, কমরেড পবন কুমার সম্পাদক, কমরেড শিমলা মৌর্য অফিস সম্পাদক এবং কমরেড আদিত্য কুমার কোষাধ্যক্ষ রূপে নির্বাচিত হন।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভাপতি কমরেড রওশন কুমার রবি। উপস্থিত ছিলেন সংগঠনের বিহার রাজ্য কমিটির প্রাক্তন সভাপতি কমরেড সাধনা মিশ্র এবং সম্মেলনের অভ্যর্থনা কমিটির সম্পাদক অ্যাডভোকেট বিজয় কুমার মণ্ডল।