ফসলের লাভজনক সহায়ক মূল্য ঘোষণা, ২৫০০ টাকা কুইন্টাল দরে ধান কেনা, সস্তায় সার, বীজ, কীটনাশক, বিদ্যুৎ সরবরাহ, জবকার্ড হোষ্প্ররদের ২০০ দিন কাজ, ৪০০ টাকা মজুরি, গরিব মানুষের বিধবা, বার্ধক্য ভাতা ও আবাস যোজনায় অন্তর্ভুক্তি সহ গ্রামীণ নানা সমস্যা সমাধানের দাবিতে ৭ এপ্রিল অল ইন্ডিয়া কিসান খেতমজদুর সংগঠন (এআইকেকেএমএস)-এর দ্বিতীয় পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হয়। চারশোর বেশি কৃষক, খেতমজুর, জব কার্ড হোষ্প্ররের উপস্থিতিতে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্কর ঘোষ, রাজ্য সম্পাদক পঞ্চানন প্রধান, সূর্য প্রধান, স্বদেশ পড়িয়া, প্রভঞ্জন জানা প্রমুখ। রাজ্য সম্পাদক পঞ্চানন প্রধান কৃষকদের নানা সমস্যা, কেলেঘাই-কপালেশ্বরী নদীর পূর্ণাঙ্গ সংস্কার, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সহ অন্যান্য দাবিতে জেলা জুড়ে আন্দোলন গড়ে তোলার জন্য কৃষক-খেতমজুরদের আহ্বান জানান। সম্মেলনে পশ্চিম মেদিনীপুর (দক্ষিণ) সাংগঠনিক জেলা ও পশ্চিম মেদিনীপুর (উত্তর) সাংগঠনিক জেলা কমিটি গঠিত হয়। দুই জেলার সভাপতি ও সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে সূর্য প্রধান, স্বদেশ পড়িয়া এবং বঙ্কিম মুর্মু, প্রভঞ্জন জানা।