Breaking News

এআইএমএসএস-এর পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন

 

অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (এআইএমএসএস)-এর পূর্ব মেদিনীপুর জেলার উত্তর সাংগঠনিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল ৩০ ডিসেম্বর শহিদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক হাইস্কুলে। এদিন সকালে নোনাকুড়ির বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে সম্মেলন স্থলে পৌঁছায়। সংগঠনের পতাকা উত্তোলন ও শহিদ বেদিতে মাল্যদানের পর শুরু হয় প্রতিনিধি সম্মেলন। সম্মেলনে নারী নির্যাতন বন্ধ, শিশু পাচার বন্ধ, বিজ্ঞাপনে অশ্লীল ছবি প্রদর্শনের প্রতিবাদ, খুন-ধর্ষণ বন্ধ সহ স্কিম ওয়ার্কারদের নূ্যনতম বেতন ও সম কাজে সম মজুরির দাবিতে বক্তব্য রাখেন সংগঠনের সদস্যরা। মূল বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সহ-সভাপতি মাধবী প্রামাণিক। উপস্থিত ছিলেন এস ইউ সি আই (সি)-র পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক কমরেড প্রণব মাইতি। সিক্তা মাজীকে সভাপতি, প্রতিমা জানাকে সম্পাদক, মায়া খামরইকে কোষাধ্যক্ষ করে ৮৫ জনের জেলা কমিটি গঠিত হয়। উপস্থিত ছিলেন তিন শতাধিক মহিলা।