উত্তর দিনাজপুরে মিড-ডে মিল কর্মীরা আন্দোলনে

৩ ফেব্রুয়ারি সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের ডাকে হাজার খানেক কর্মী রায়গঞ্জ স্টেশন চত্বরে  ১২ দফা দাবিতে বিক্ষোভ দেখান। রায়গঞ্জ, ইটাহার, হেমতাবাদ ও কালিয়াগঞ্জের মিড-ডে মিল কর্মীরা এতে যোগ দেন। মিড-ডে মিল কর্মীদের ব্যাপক জমায়েত হতে দেখে শাসকদল তৃণমূলের নির্দেশে মঞ্চ ভাঙতে এবং আন্দোলন বন্ধ করতে আসে পুলিশ। মিড-ডে মিল কর্মীদের টানা-হেঁচড়া করে, ধাক্কা দিয়ে ফেলে দেয়। ব্যানার-পোস্টার ছিঁড়ে দেয় এবং একজন ছাত্র নেতা ও একজন শিক্ষক মিড-মিল কর্মীদের পাশে দাঁড়ালে পুলিশ তাঁদের হেনস্থা করে। ছাত্র নেতা শ্যামল দত্তকে পুলিশ গ্রেপ্তার করে। পরে আন্দোলনের চাপে ছেড়ে দিতে বাধ্য হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন ইউনিয়নের জেলা সম্পাদিকা রুবিনা খাতুন, নবীন সিংহ প্রমুখ।

জেলার ইসলামপুর পৌর বাসস্ট্যান্ডে মিড-ডে মিল কর্মীদের সারাদিন অবস্থান-ধরনা সংগঠিত হয়। তাঁদের দাবি, মিড-ডে মিল প্রকল্প বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া চলবে না, শ্রম সম্মেলনের সুপারিশ অনুযায়ী মিল কর্মীদের ২১ হাজার টাকা বেতন দিতে হবে, ৫ লক্ষ টাকা অবসরকালীন ভাতা দিতে হবে, সরকারি কর্মীর স্বীকৃতি, পিএফ, পেনশন ও বোনাস দিতে হবে, প্রতি ২৫ জন ছাত্রছাত্রী পিছু রান্নার জন্য একজন কর্মী নিয়োগ করতে হবে, শারীরিক অসুস্থতা বা পারিবারিক কাজের জন্য সবেতন ছুটি দিতে হবে বছরে ২৪ দিন। শুধু কোভিড পরিস্থিতিতে নয়, শিক্ষক-শিক্ষিকা, দপ্তরী, কেরানিদের মতো মিড-ডে মিল কর্মীদেরও বছরে ১২ মাসের বেতন দিতে হবে, মাতৃত্বকালীন সবেতন ছুটি দিতে হবে, ছাত্রছাত্রীদের সুষম পুষ্টিকর খাদ্যের জন্য মাথাপিছু বরাদ্দ বাড়াতে হবে। আন্দোলনে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক রুবিনা খাতুন, নবীন সিংহ প্রমুখ। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি সনাতন দাস ও রাজ্য কোষাধ্যক্ষ শ্যামল রাম প্রমুখ।