Breaking News

ইজরায়েল কর্তৃক প্যালেস্টাইন ও লেবাননের স্বাধীনতাকামী নেতাদের হত্যা, তীব্র নিন্দা এসইউসিআই(সি)-র

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৯ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন,

মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট ইজরায়েল প্রথমে প্যালেস্টাইন ও পরে লেবাননে লাগাতার প্রাণঘাতী আক্রমণ চালিয়ে যাচ্ছে। প্যালেস্টাইনের আগ্রাসন প্রতিরোধী সংগঠন হামাস এবং লেবাননের সাম্রাজ্যবাদ বিরোধী রাজনৈতিক দল হিজবুল্লার একাধিক শীর্ষস্থানীয় নেতাকে তারা খুন করেছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। গত জুলাই মাসে হামাসের দুই নেতাকে হত্যার পরেই হামাসের মিলিটারি শাখার অন্যতম প্রতিষ্ঠাতা মহম্মদ দেইফকে হত্যা করে ইজরায়েল। ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানীতে হিজবুল্লা- প্রধান হাসান নাসারাল্লাকে ইজরায়েলি সামরিক বাহিনী নৃশংসভাবে হত্যা করে। এর আগেই প্যালেস্টিনীয় জনগণের স্বাধীনতা সংগ্রামের বলিষ্ঠ যোদ্ধা সাম্রাজ্যবাদবিরোধী ইসলামিক সংগঠন হিজবুল্লার অন্য ছয় শীর্ষ নেতাকেও অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সিরিয়ার দামাস্কাসে ইজরায়েল বিমানবাহিনীর হানায় ইরানের দূতাবাস ধ্বংস হয় এবং মহম্মদ রেজা জায়দি নামে ইরানের একজন পদস্থ আধিকারিক ও তাঁর সহযোগী মহম্মদ হাদি হাজরিয়াহিমিকে হত্যা করা হয়।

সমগ্র বিশ্বের শান্তিকামী মানুষের বারবার আবেদন উপেক্ষা করে মার্কিন সাম্রাজ্যবাদের পূর্ণ মদতে ইজরায়েল দীর্ঘদিন ধরে প্যালেস্টাইনকে জাতিগতভাবে নির্মূল করার উদ্দেশ্যে সেখানে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এখন তাদের আক্রমণের নিশানা লেবানন ও সে দেশের রাজনৈতিক দল হিজবুল্লা। বর্তমানে ইজরায়েল মধ্যপ্রাচ্যের এই তেলসমৃদ্ধ এলাকায় যে সব দেশ মার্কিন সাম্রাজ্যবাদ ও তার দোসর বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশগুলির গুন্ডাবাজি ও দালালির বিরোধিতা করছে, তাদের খতম করার জন্য ব্যাপক সামরিক আক্রমণ চালাচ্ছে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী যিনি রাশিয়া, ইউক্রেন সহ বিভিন্ন যুদ্ধরত দেশগুলির মাঝে শান্তির ঠিকাদার হওয়ার দাবি করেন, সেই ভারতও জাতিসংঘের সাধারণ সভায়, প্যালেস্টাইনে অবিলম্বে ইজরায়েলের দখলদারি বন্ধ করার দাবি জানিয়ে দু’বার প্রস্তাব এলে, দু-বারই ভোটদানে বিরত থাকে। এটি অত্যন্ত নিন্দনীয়। তা ছাড়াও বর্তমানে ভারত ইজরায়েলকে অস্ত্র সাহায্যও করছে। প্যালেস্টাইনের মুক্তিকামী জনগণ ও তাদের স্বাধীনতা আন্দোলনের সমর্থক বিভিন্ন দেশের উপর মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট ইজরায়েলের ঘৃণ্য আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, সুসংহত, শক্তিশালী সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য আমরা বিশ্বের শান্তিকামী মানুষের কাছে আহ্বান জানাচ্ছি।