ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল তার খসড়া প্রস্তাবে গাজায় যুদ্ধ বিরতির সুপারিশ করেছে। প্যালেস্টাইনে ইজরায়েলের দখলদারি, যুদ্ধ ও গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচারালয়ে এখন শুনানি চলছে। ২২ ফেব্রুয়ারি এক শুনানিতে কিউবার ডেপুটি বিদেশ মন্ত্রী আনায়াংশী রোদ্রিজ এই গণহত্যার পিছনে আমেরিকার ভূমিকাকে দায়ী করেছেন। যুদ্ধে অস্ত্রের ব্যবহার সংক্রান্ত নিয়মাবলি, জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ তোলেন তিনি।
প্যালেস্টাইনে ইজরায়েল বর্বর গণহত্যা চালিয়েছে। তার বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমতও তীব্র হচ্ছে। সাম্রাজ্যবাদী আমেরিকা চেষ্টা চালাচ্ছে এই জনমত প্রতিরোধের।
কিউবা দৃঢ়তার সাথে জানায়, আগ্রাসনকারীদের মুখে সন্ত্রাসবাদ বিরোধিতা এবং আত্মরক্ষার বাণী চূড়ান্ত প্রতারণার। আন্তর্জাতিক বিচারালয়ে কিউবার দাবি প্যালেস্টাইনের জনগণের শান্তি নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।