Breaking News

আসামে বিদ্যুৎ গ্রাহক আন্দোলন

২৫ এপ্রিল গুয়াহাটির বিদ্যুৎ ভবনের সামনে বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখায় অল আসাম ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। বিদ্যুৎ গ্রাহকরা দাবি সংবলিত প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে পল্টন বাজার মেগামার্টের সামনে থেকে মিছিল করে বিদ্যুৎ ভবনের গেটে পৌঁছালে পুলিশ বাধা দেয়। বিদ্যুৎ গ্রাহকদের দাবি– গ্রাহক স্বার্থবিরোধী প্রিপেইড মিটার বাতিল করো, বিদ্যুতের বেসরকারিকরণের চক্রান্ত বন্ধ করো, প্রিপেইড মিটার চালু করে জনগণকে লুণ্ঠন করা চলবে না। বিক্ষোভ স্থলে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক অজয় আচার্য। তিনি বলেন, গ্রাহকদের মোবাইলে প্রিপেইড স্মার্ট মিটার না বসালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকির বার্তা পাঠিয়ে তা নিতে বাধ্য করছে এপিডিসিএল কর্তৃপক্ষ। অথচ এই স্মার্ট মিটার বসানোর আগে গ্রাহকদের সঙ্গে কোনও আলাপ-আলোচনা করা হয়নি। প্রিপেইড মিটার বসানোর পর অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল আসার অভিযোগ উঠছে। বিদ্যুৎ বণ্টন ব্যবস্থার বেসরকারিকরণের লক্ষ্যেই এই মিটার বসানো হচ্ছে, যা অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়।

এপিডিসিএল কর্তৃপক্ষের মাধ্যমে আহ্বায়ক অজয় আচার্য ও হিল্লোল ভট্টাচার্যের স্বাক্ষরিত একটি স্মারকপত্র অসম বিদ্যুৎ নিয়ামক আয়োগের অধ্যক্ষের কাছে পাঠানো হয়।