Breaking News

আসামের নানা স্থানের নাম বদল সাম্প্রদায়িক মতলব থেকেই – এস ইউ সি আই (সি)

সাম্প্রদায়িক বিদ্বেষ থেকে স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ শহর সহ আসামের অন্যান্য জায়গার নাম পরিবর্তনের যে সিদ্ধান্ত বিজেপি সরকার নিয়েছে, তার বিরোধিতা করেছে এস ইউ সি আই (সি)। দলের আসাম রাজ্য কমিটির সম্পাদক চন্দ্রলেখা দাস ২৫ নভেম্বর এক বিবৃতিতে বলেছেন,

কেন্দ্রের এবং রাজ্যের বিজেপি সরকারগুলি কোনও না কোনও অজুহাতে জনমতকে উপেক্ষা করে দেশের বিভিন্ন জায়গার ঐতিহাসিক ঐতিহ্যমণ্ডিত নাম যেমন খুশি বদলে দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে। এই উদ্দেশ্যে তারা মুসলিম নামে অভিহিত হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের হাজার হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত জায়গাগুলি প্রথমেই বেছে নিয়েছে। এই ভাবেই আসামের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করার অধ্যাদেশ জারি করেছে। এই ধরনের কার্যকলাপ উগ্র সাম্প্রদায়িক মনোভাব থেকেই উদ্ভূত এবং এই ধরনের সাম্প্রদায়িক বিদ্বেষপ্রসূত কার্যকলাপ জাতি-ধর্ম-ভাষা-বর্ণ নির্বিশেষে ভারতের সকল জনগণের ঐক্য এবং সংহতি– বিশেষ করে ভারতের হিন্দু-মুসলমান জনতার ঐক্য এবং সম্প্রতির মূলেই কুঠারাঘাত করছে। আমরা নাম পরিবর্তন করার এই হীন কার্যকলাপের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি করছি।

আসামের জনসাধারণের প্রতি আমাদের আহ্বান, ঐক্য-সম্প্রীতি এবং ভৌগোলিক অখণ্ডতার পরিপন্থী– এই কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

করিমগঞ্জ জেলার জনগণের প্রতি আমাদের আহ্বান–অবিলম্বে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করার অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সমগ্র উপত্যকায় তীব্র গণআন্দোলন গড়ে তুলুন।