আশাকর্মীদের সম্মেলন, ডেপুটেশন

স্থায়ী স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, ফরমেট প্রথা বাতিল সহ গুরুত্বপূর্ণ দাবিতে ৩০ জানুয়ারি হাওড়ার শ্যামপুর-১ ব্লকের আশাকর্মীদের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন (এআইইউটিইউসি অনুমোদিত) হাওড়া গ্রামীণ জেলার সভাপতি নিখিল বেরা। মিলি মণ্ডলকে সম্পাদিকা, উত্তমা ফাদিকারকে সহ সম্পাদিকা, সীমা সিংহকে সভানেত্রী, হাসিনা খাতুনকে সহ-সভানেত্রী, রোহিণী বাগকে কোষাধ্যক্ষ ও রুনু মোশানকে হিসাবরক্ষক করে ব্লক কমিটি গঠিত হয়। কমিটি ১২ ফেব্রুয়ারি কলকাতায় রাজভবন অভিযান সফল করার আহ্বান জানিয়েছে।

মুর্শিদাবাদ : ৯ জানুয়ারি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন জেলার সিএমওএইচ-এর কাছে ১৩ দফা দাবি পেশ করে। কর্মসূচিতে শতাধিক আশাকর্মী বহরমপুর টে’টাইল মোড়ের সভাস্থলে জমায়েত হন। দিল্লির কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং শহিদ কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করে সভা শুরু হয়। আশাকর্মীরা কেন্দ্র-রাজ্যের বঞ্চনা এবং স্তরে স্তরে স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে হেনস্থা বন্ধের দাবি জানান। এ ছাড়াও আশাকর্মীদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি প্রদান ও ফরম্যাট প্রথা বাতিলের দাবি রাখেন।