১৯ জানুয়ারি জাতীয় সড়কের মালদা বাইপাসে এম ভি আই দুটি মোটরভ্যান আটক করে। ২৪ জানুয়ারি সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের মালদা জেলা কমিটির সম্পাদক কার্তিক বর্মনের নেতৃত্বে মোটরভ্যান চালকেরা আরটিও-র সঙ্গে যোগাযোগ করলে তিনি তাদের সাথে অত্যন্ত রূঢ় ব্যবহার করেন কোনও মোটরভ্যান রাস্তায় চলতে দেওয়া হবে না, এবং ধরা পড়লে সেগুলি ভেঙে দেওয়া হবে–এই হুমকি দেন।
আটকে রাখা মোটরভ্যানগুলি ছেড়ে দেওয়া, ধরপাকড় বন্ধ করার দাবিতে ও মোটরভ্যান চালকদের হয়রানির প্রতিবাদে ইউনিয়নের পক্ষ থেকে ৩০ জানুয়ারি মালদা শহরে বিক্ষোভ মিছিল ও ডি এম ডেপুটেশনের ডাক দেওয়া হয়। মিছিলে দুই হাজার মোটরভ্যান চালক যোগ দেন। ইউনিয়নের অনড় মনোভাব দেখে প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণাৎ আটকে রাখা মোটরভ্যানগুলি ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ও আর ধরপাকড় করা হবে না এই প্রতিশ্রুতি দেওয়া হয়। চালকদের সামনে বক্তব্য রাখেন ইউনিয়নের জেলা সভাপতি অংশুধর মণ্ডল, সম্পাদক কার্তিক বর্মন ও গণআন্দোলনের নেতা গৌতম সরকার। তাঁরা বলেন, শিল্পবিহীন এই জেলা। সরকার কাজ দিতে পারছে না, বিপরীতে জীবিকার উপর আক্রমণ নামিয়ে আনছে।