যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত বিজেপি সাংসদ ও ভারতের কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের শাস্তির দাবিতে দিল্লির যন্তরমন্তরে অবস্থাননরত মহিলা কুস্তিগিরদের আন্দোলনের সমর্থনে ৪ মে রাজ্যে রাজ্যে সংহতি দিবস পালন করল এআইডিএসও। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় ছাত্রছাত্রীরা সমবেত হয়ে আন্দোলনের পাশে থাকার শপথ নেয়।
পূর্ব সিংভূমঃ জামশেদপুরের সাকচি গোলচক্করে এই উপলক্ষে ছাত্রছাত্রীরা সমবেত হন (উপরের ছবি)। বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক সোহন মাহাতো, সহসভাপতি রিঙ্কি বনসিরিয়ার, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমন কুমার সিং প্রমুখ। সংগঠনের সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য সামসুল আলম, রাজ্য সভাপতি সমর মাহাতো প্রমুখ উপস্থিত ছিলেন।
রাঁচিঃ সংহতি দিবস উপলক্ষে রাম লখন সিংহ যাদব মহাবিদ্যালয়ে ছাত্র সমাবেশ হয়। রাঁচি জেলা সম্পাদক খুশবু কুমারী বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন রাজ্য অফিস সম্পাদক শ্যামল মাঝি।
সরাইকেলাঃ চান্ডিল বাজারের সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক সোহন মাহাতো, জেলা সম্পাদক প্রভাত মাহাতো। জেলা সভাপতি বিশ্বেশ্বর মাহাতো উপস্থিত ছিলেন।
পশ্চিম সিংভূমঃ চাইবাসায় সংহতি দিবসের কর্মসূচিতে সামিল হন হকি খেলোয়াড়রাও ।