Breaking News

আন্তর্জাতিক ভেনেজুয়েলা দিবসের দাবি, যুদ্ধ চাপিয়ে দেওয়া চলবে না

 

হাজরা, কলকাতা

‘ভেনেজুয়েলায় যুদ্ধ নয়’– এই দাবি উঠছে খোদ মার্কিন জনগণের মধ্য থেকেই৷ মার্কিন নাগরিকরা তাদের অভিজ্ঞতায় দেখেছেন, তাদের সন্তানদেরকেই যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদীদের কামানের খোরাক হতে হয়৷ সেখানে গড়ে উঠেছে ‘নো ওয়ার অন ভেনেজুয়েলা’ ফোরাম৷ যার অন্যতম স্বাক্ষরকারী এস ইউ সি আই (কমিউনিস্ট)–র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ৷ ২৩ ফেব্রুয়ারি বিশ্ব ভেনেজুয়েলা দিবস পালনের ডাক দিয়েছিল এই ফোরাম৷

 

ওই দিন সারা বিশ্বেই নানা শহরে সাম্রাজ্যবাদবিরোধী মানুষ মার্কিন সাম্রাজ্যবাদের যুদ্ধ প্রচেষ্টার বিরুদ্ধে রাস্তায় নামেন৷ ভারতে রাজধানী দিল্লি সহ সমস্ত রাজ্য রাজধানী ও গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ, মার্কিন রাষ্ট্রপতির কুশপুতুল দাহ ইত্যাদি কর্মসূচি পালিত হয়৷ পশ্চিমবঙ্গে কলকাতার বহু স্থানে ও সমস্ত গুরুত্বপূর্ণ শহর–গঞ্জে একই ধরনের বিক্ষোভ হয়৷

সর্বত্রই পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দাবি ওঠে, কী করে এই ঘটনা ঘটতে পারল তার তদন্ত করে গাফিলতির জন্য দায়ীদের শাস্তি দিতে হবে৷

মুম্বাই
অন্ধ্রপ্রদেশ
ত্রিপুরা

(গণদাবী : ৭১ বর্ষ ২৯ সংখ্যা)