এস ইউ সি আই (সি)–র সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২১ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন,
আজ সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে, এ দেশের ১৬টি রাজ্যের ১১ লক্ষ ২৭ হাজার ৪৪৬ জন আদিবাসী ও বনবাসী গরিব জনগণ তাদের বসতজমির উপর বংশপরম্পরায় প্রাপ্ত অধিকার হারাতে বসেছেন৷ রাজ্য সরকারগুলি হুমকি দিয়েছে, নিজেদের অধিকারের সমর্থনে প্রয়োজনীয় প্রমাণপত্র না দেখাতে পারার জন্য তাদের ওই জমি থেকে উচ্ছেদ করা হবে৷ সকলেই জানেন, এই দরিদ্র নিঃস্ব মানুষগুলি ন্যূনতম সামাজিক–অর্থনৈতিক– অধিকারগুলি থেকে বঞ্চিত হয়ে চরম দারিদ্রের মধ্যে জীবন যাপন করেন, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় রুটি–রুজির সংস্থানটুকুও এঁদের নেই৷ এখন এই উচ্ছেদের নোটিশের অর্থ দাঁড়াবে জমিতে বসবাস করার অধিকারটুকুও হরণ করা৷ যা তাঁদের পথের ভিখারিতে পরিণত করে কুকুর–বেড়ালের মতো মৃত্যুর দিকে ঠেলে দেবে৷
দেশের দরিদ্রতম নাগরিকদের নিজেদের পৈতৃক জমি থেকে উচ্ছেদের এই হুকুমে এই আশঙ্কাই দৃঢ় করে যে, আদিবাসীদের অধিকারে থাকা এই বিরাট পরিমাণ জমির উপর জমি–হাঙর, আবাসন–ব্যবসায়ী, বৃহৎ কর্পোরেট সংস্থা ও অন্যান্য কায়েমি স্বার্থবাদীদের হয়ত ব্যবসায়িক নজর পড়েছে যা এদের অনুগত সরকারগুলির দ্বারা অনুমোদিত হয়ে বন–ধ্বংসের ঘৃণ্য পরিকল্পনাকেই ত্বরাণ্বিত করবে৷ আমরা উচ্ছেদের মতো এই অমানবিক কাজের তীব্র প্রতিবাদ করছি এবং জনগণের প্রত্যক্ষ ক্ষতিসাধনকারী এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি৷