আইনজীবীদের সংগঠন লিগ্যাল সার্ভিস সেন্টার ২৫ এপ্রিল এক বিবৃতিতে বলেছে, ২৪ এপ্রিল হাওড়া কোর্টের আইনজীবী ও হাওড়া কর্পোরেশনের কর্মীদের মধ্যে বিবাদকে কেন্দ্র করে পুলিশের উচ্চস্তরের আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও RAF যে নজিরবিহীনভাবে বহু আইনজীবী, ল–ক্লার্ক ও সাধারণ মানুষের উপর লাঠি চার্জ করে তাতে সাধারণ মানুষ সহ আইনজগৎ স্তম্ভিত৷ মহিলা আইনজীবী সহ বহু আইনজীবী ও ল–ক্লার্ককে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়৷ কোর্টে বিচারকরা উপস্থিত থাকা সত্ত্বেও কার নির্দেশে পুলিশ ও RAF নির্মমভাবে লাঠি চালাল এবং টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করল তা জানা অত্যন্ত জরুরি৷
এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে পরদিন লিগ্যাল সার্ভিস সেন্টারের এক প্রতিনিধি দল হাওড়া কোর্টের আইনজীবীদের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের সাথে থাকার অঙ্গীকার করেন৷ সংগঠনের সভাপতি ও সিকিম হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মলয় সেনগুপ্ত বলেন, ‘এই পুলিশি অত্যাচারের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে’৷ সংগঠনের সম্পাদক ভবেশ গাঙ্গুলী বলেন, আইনজীবীদের উপর পুলিশের এই ন্যক্কারজনক, নজিরবিহীন আক্রমণের দায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এড়িয়ে যেতে পারেন না৷ তিনি রাজ্যের সমস্ত স্তরের আইনজীবী এবং ল–ক্লার্কদের হাওড়া কোর্টের এই আক্রমণের বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান৷ তিনি অবিলম্বে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে রাজ্যব্যাপী এক প্রতিবাদ মিছিল এবং রাজ্যপালের কাছে স্মারকলিপি দেওয়ার দাবি করেন৷
সংগঠন দাবি করে, ঘটনার উপযুক্ত বিচারবিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, হাওড়া কোর্ট সহ রাজ্যের সমস্ত কোর্টের সকল আইনজীবীদের বসার ব্যবস্থা, গাড়ি রাখার সুব্যবস্থা সহ কোর্টের পরিকাঠামোর উন্নয়ন করতে হবে৷