পশ্চিম বর্ধমান জেলার লাউদোহা ব্লকে অনাবৃষ্টির কারণে চাষ না হওয়ায় ফসলের ক্ষতিপূরণ, লাউদোহা এলাকাকে খরা ঘোষণা, রেগা প্রকল্পে জবকার্ড হোল্ডারদের ২০০ দিনের কাজ, দৈনিক ৩০০ টাকা মজুরি সহ আট দফা দাবিতে ১৫ নভেম্বর কেকেএমএস–এর উদ্যোগে লাউদোহা বিডিও এবং কৃষি আধিকারিক দপ্তরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়৷ ব্লকের ১৫টি গ্রাম থেকে মহিলা সহ ২০০ কৃষক– খেতমজুর উপস্থিত ছিলেন৷ বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির ইনচার্জ কমরেড দনা গোস্বামী, কমরেডস গঙ্গাদুলাল গঁরাই, কল্যাণ রুইদাস, উষা আচার্য৷ ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন ইনচার্জ সহ লোকাল সম্পাদক কমরেড সৈয়দ আবদুল জলিল, জিতেন মণ্ডল ও অন্য কৃষক প্রতিনিধিরা৷ বিডিও এবং কৃষি আধিকারিক দাবিগুলির যৌক্তিকতা মেনে নিয়ে এলাকাকে খরা কবলিত ঘোষণার আশ্বাস দেন৷
(৭১ বর্ষ ১৫ সংখ্যা ২৩ – ২৯ নভেম্বর, ২০১৮)