২১ জুন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের আংশিক সময়ের অধ্যাপক সংগঠন ‘কুটাব’(সিইউটিএবি)–এর আহ্বানে সমকাজে সমবেতন সহ অন্যান্য জীবিকাভিত্তিক দাবিদাওয়া এবং উচ্চশিক্ষামন্ত্রীর রেগুলারাইজেশন–এর আশ্বাস দ্রুত বাস্তবায়নের দাবিতে সহস্রাধিক অধ্যাপক বিকাশভবন ঘেরাও অভিযানে সামিল হন৷ অধ্যাপকদের শান্তিপূর্ণ মিছিল প্রবল বৃষ্টি মাথায় করে ময়ূখ ভবনের সামনে আসা মাত্র পুলিশ ব্যারিকেড তৈরি করে৷ সংগঠনের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ সহ বেশ কয়েকজন অধ্যাপক পুলিশের হেনস্থার শিকার হন৷ গৌরাঙ্গ দেবনাথকে মারতে মারতে পুলিশ ভ্যানে তোলে৷ মারের চোটে অজ্ঞান হয়ে পড়লে তাঁকে বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়৷ এরপর কুটাবের নেতৃত্বকে জানানো হয়, তাঁকে জামিন–যোগ্য ধারায় গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশের এই নির্মম আচরণের তীব্র প্রতিবাদ করছে কুটাব৷
২৪ জুন হাসপাতাল থেকে অধ্যাপক গৌরাঙ্গ দেবনাথকে কোর্টে তোলা হলে তাঁর জামিন মঞ্জুর হয়৷ পুলিশের বর্বরোচিত হামলার বিরুদ্ধে ও গৌরাঙ্গ দেবনাথের উপর আরোপিত মিথ্যা ফৌজদারি মামলা প্রত্যাহারের দাবিতে কুটাবের পক্ষ থেকে ২৭ জুন বেলা ১২টায় কলকাতার ভারতসভা হলে এক প্রতিবাদ সভায় সামিল হওয়ার জন্য সমস্ত শিক্ষক সংগঠনগুলিকে আহ্বান জানানো হয়েছে৷ সমকাজে সমবেতন ও পূর্ণ সময়ের কাজের স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ১৭ জুলাই এক মহামিছিলের ডাক দিয়েছে কুটাব৷
(৭০ বর্ষ ৪৫ সংখ্যা ২৯ জুন, ২০১৮)