এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর উত্তরপ্রদেশ রাজ্য সম্পাদক কমরেড পুষ্পেন্দ্র ১৮ জানুয়ারি এক প্রেস বিবৃতিতে বলেন, ‘‘বিজেপি সরকারের জনবিরোধী এবং গণআন্দোলন বিরোধী চরিত্র ফের সামনে এসে গেল৷ এলাহাবাদের সর্দার প্যাটেল ইনস্টিটিউশনে আয়োজিত সিএএ বিরোধী এক সম্মেলনে বক্তব্য রাখতে যাচ্ছিলেন কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে পদত্যাগী আইএএস অফিসার কান্নন গোপীনাথন৷ উত্তরপ্রদেশের সরকারি প্রশাসন তাঁকে সেই সম্মেলনে যেতে বাধা দিয়েছে এবং জোর করে দিল্লিতে ফেরত পাঠিয়েছে৷’’
‘‘অন্য দিকে, লক্ষ্ণৌ চকে ছাত্রদের যে সিএএ বিরোধী শান্তিপূর্ণ ধরনা চলছে, পুলিশ সেখান থেকে কম্বল, খাবার ইত্যাদি কেড়ে নিয়েছে৷ রাজ্য সরকারের এই প্রতিহিংসামূলক আচরণ অত্যন্ত নিন্দনীয়৷ এই সরকার জনবিরোধী এবং গণতন্ত্রবিরোধী৷ পুলিশকে দলদাসে পরিণত করেছে রাজ্যের শাসকদল বিজেপি৷ বিরোধীরা যাতে মুখ খুলতে না পারে সে জন্য এই সরকার ১৪৪ ধারা জারি করছে এবং পুলিশ দিয়ে চূড়ান্ত হয়রান করছে, যা ইতিহাসে কালো অধ্যায় হিসাবে চিহ্ণিত হয়ে থাকবে৷’’
‘‘আশার কথা, বিজেপি সরকারের এমন আক্রমণ সত্ত্বেও আন্দোলনকারী জনতার লড়াকু মানসিকতা অটুট রয়েছে, দেশ এবং গণতন্ত্রকে রক্ষা করার লড়াই জারি রয়েছে৷ গণতন্ত্রপ্রিয় এবং ধর্মনিরপেক্ষ সকল মানুষকে এই গণআন্দোলনের সমর্থনে সক্রিয়ভাবে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি৷’’