অঙ্গনওয়াড়ি কর্মীদের সুরক্ষা সহ নানা দাবিতে ৩০ মার্চ ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হয়। অঙ্গনওয়াড়ি কর্মীরা নারী ও শিশুকল্যাণ দপ্তরের অধীন হলেও তাদের কাজগুলি প্রধানত স্বাস্থ্য সংক্রান্ত। বাস্তবে অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা স্বাস্থ্যকর্মী। তাই ইউনিয়নের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, সরকার ঘোষিত বিমার অধীনে এঁদের অন্তর্ভুক্ত করা উচিত।
লকডাউনের সময় গণপরিবহণ বন্ধ থাকাকালীন সময়ে টেলিফোন মারফত উপভোক্তাদের স্বাস্থ্যের খোঁজখবর আপডেট করে কর্মীদের দপ্তরকে দেওয়া ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরকে খবর দেবার নির্দেশ দিতে হবে। অন্যথায় এলাকায় যেতে হলে পরিবহণের ব্যবস্থা করার এবং বাসস্থান নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মরত কর্মী-সহায়িকা সহ যাদেরই ফিল্ডে ডিউটিতে পাঠানো হবে তাদের উপযুক্ত ছাড়পত্র (পাস) সহ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও জীবাণু প্রতিরোধক পোশাক দেওয়ার দাবিও জানানো হয়।