ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে ১০ সেপ্টেম্বর এসপ্ল্যানেডে লেনিন মূর্তি মোড়ে অবরোধে সামিল হন কয়েক শত অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা। সাধারণ সম্পাদিকা মাধবী পণ্ডিত বলেন, অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা অত্যন্ত কম বেতনে দিনের পর দিন কাজ করে যাচ্ছেন। ন্যূনতম মাসিক বেতন ২৮ হাজার টাকা করার দাবিতে আন্দোলন চলছে। গোদের উপর বিষফোঁড়া হল, স্বল্প বেতনের এই কর্মীদের উপর উপভোক্তাদের জন্য দেয় পরিপূরক পুষ্টি খাতের টাকা মাসের পর মাস বাকি রেখে তা চালিয়ে যেতে বাধ্য করানো হচ্ছে।
সবজি ও ডিমের খরচ প্রাথমিক ভাবে কর্মীদের নিজেদের থেকে দিতে হয়, তারপর এই খরচ কর্মীদের অ্যাকাউন্টে পরের মাসে দেওয়ার কথা থাকলেও তা প্রায় ৩-৪ মাস বাকি পড়ে আছে। কেন্দ্র ও রাজ্যের দেয় নামমাত্র সাম্মানিকও মাসের পর মাস বাকি পড়ে থাকে।
তিনি বলেন, অবিলম্বে সেন্টারের নামে সিমকার্ড সহ অ্যান্ড্রয়েড ফোন দেওয়া ও অন্যান্য দাবিগুলি নিয়ে ১২ সেপ্টেম্বর সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীকে ডেপুটেশন দেওয়া হবে। অক্টোবর মাস জুড়ে জেলায় জেলায় অবস্থান ধরনা হবে।