Breaking News

৬ বামপন্থী দলের অাহ্বানে বিহার বনধ

মুজফফরপুরের একটি হোমে ৩৪ জন নাবালিকার গণধর্ষণ সহ দলিতদের উপর আক্রমণ, গরিবদের সম্পত্তি কেড়ে নেওয়া ও ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে এস ইউ সি আই (সি) সহ ৬টি বামপন্থী দল ২ আগস্ট বিহার বনধের ডাক দেয়৷ সারা রাজ্য জুড়েই বনধ ছিল সর্বাত্মক৷ পাটনা, জাহানাবাদ, মুজফফরপুর, বৈশালী, মুঙ্গের, ভাগলপুর, খাগারিয়া সহ সর্বত্রই এই বনধে সক্রিয় অংশ নেন সাধারণ মানুষ৷ বনধের সমর্থনে পাটনার গান্ধী ময়দানের কাছে রামগুলামচক থেকে ৬টি বামপন্থী দলের এক বিশাল মিছিল গোলামবাগের কাছে পৌঁছলে পুলিশ বাধা দেয়৷

মিছিলকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যান৷ ডাকবাংলো ক্রসিং–এ এক বিশাল জনসভায় অন্যান্য বামপন্থী নেতৃবৃন্দের সাথে এসইউসিআই (সি)–র বিহার রাজ্য সম্পাদক কমরেড অরুণকুমার সিং বনধ সফল করার জন্য সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়ে আন্দোলনকে তীব্র করার জন্য আহ্বান জানান৷

(৭১ বর্ষ ২ সংখ্যা ১০ আগস্ট, ২০১৮)