Breaking News

হোসিয়ারি শ্রমিকদের জেলা সম্মেলন

এআইইউটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারি মজদুর ইউনিয়নের দ্বাদশ পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন ১৬ অক্টোবর কোলাঘাট ব্লকের উত্তর জিঞাদা হাইস্কুলে অনুষ্ঠিত হয়। দুই শতাধিক শ্রমিক অংশ নেন। সভাপতিত্ব করেন ইউনিয়নের জেলা সভাপতি মধুসূদন বেরা। সম্মেলনের সাফল্য কামনা করে রাজ্যের শ্রমমন্ত্রী বার্তা পাঠান। প্রধান বক্তা ছিলেন এআইইউটিইউসি-র রাজ্য কমিটির সদস্য অনিন্দ্য রায়চৌধুরী। এছাড়াও ইউনিয়নের জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলন থেকে ঘোষিত ন্যূনতম মজুরি অনুসারে রেটবৃদ্ধির দাবি সহ প্রভিডেন্ট ফান্ড- ইএসআই, সপ্তাহে একদিন ছুটির দাবি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। মধুসূদন বেরাকে সভাপতি, নেপাল বাগ ও তপন কুমার আদককে যুগ্ম সম্পাদক করে ৩৩ জনের জেলা কমিটি গঠিত হয়।