Breaking News

হরিয়ানায় মশাল মিছিল

জন অধিকার আন্দোলন আয়োজন সমিতির আহ্বানে ৩০ অক্টোবর বিভিন্ন সংগঠন ভিওয়ানিতে যৌথ মশাল মিছিল করে৷ মূল্যবৃদ্ধি, বেকারি, নারী নির্যাতন, শিক্ষা–স্বাস্থ্যের বেসরকারিকরণ, প্রগতিশীল বুদ্ধিজীবীদের হত্যা করা, শ্রম আইনে শ্রমিক বিরোধী সংশোধন, ফসলের ন্যায্য দাম না পাওয়া প্রভৃতি সরকারি জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে এ আই ইউ টি ইউ সি, অল ইন্ডিয়া কিষান খেতমজদুর সংগঠন, এ আই ডি ওয়াই ও সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন৷