Breaking News

সুভাষ মননে (পাঠকের মতামত)

নেতাজি উদ্ধৃতি সংকলন ‘সুভাষ মননে’। ছোট কিন্তু গুরুত্বপূর্ণ এই বইটির প্রকাশক সারা বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৫তম জন্মবর্ষ উদযাপন কমিটি। নেতাজির লেখা বিভিন্ন বই, চিঠি, বত্তৃতা থেকে উদ্ধৃতি সংগ্রহ করে এই বই প্রকাশ করা হয়েছে। এককথায় অসাধারণ বই। মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২০ টাকা। এতে সহজেই অনুমান করা যায়, প্রকাশকের উদ্দেশ্য বই বিক্রি করে অর্থ উপার্জন নয়, বরং বেশি সংখ্যক মানুষের কাছে নেতাজিকে পৌঁছে দেওয়া। ছোট আকারের পুস্তিকা– তাই সহজেই যেখানে খুশি নিয়ে যাওয়া যায়। নেতাজিকে হৃদয়ে বহন করা তো সহজ কথা নয়, তবে এক্ষেত্রে যে কেউ সহজেই ব্যাগে বহন করতে পারবেন।

ধর্ম থেকে রাজনীতি সব বিষয়েই নেতাজির মতামত এই বইতে সংক্ষেপে তুলে ধরা হয়েছে সর্বসাধারণের জন্য। ছাত্র-যুবকদের প্রতি নেতাজির আহ্বানের কথা রয়েছে এই বইতে। নেতাজির লেখা ‘তরুণের স্বপ্ন’, ‘তরুণের আহ্বান’ যাঁরা নানা কারণে পড়ে উঠতে পারেননি, এই বইটি পড়ার মাধ্যমে তাঁরা সেই স্বাদ কিছুটা পেতে পারেন। আবার তা পাঠককে মূল বই পড়াতেও অনুপ্রাণিত করবে। এতে গান্ধীবাদ থেকে মার্কসবাদ, সমাজতন্ত্র, কমিউনিজম সম্পর্কে নেতাজির মতামত তুলে ধরা হয়েছে। গণতান্ত্রিক শিক্ষা, বৈজ্ঞানিক চিন্তা, নারীমুক্তি, শ্রমিক আন্দোলন এমনকি সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ প্রসঙ্গে নেতাজির স্পষ্ট বলিষ্ঠ বক্তব্য লিপিবদ্ধ করা হয়েছে। দেশবিভাগের সময় নেতাজির বক্তব্য ছিল ‘পাকিস্তান একটি আজগুবি পরিকল্পনা এবং অকার্যকর প্রস্তাব’। তাঁর বক্তব্য ছিল স্বাধীনতার অর্থ শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়– রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক তিন ধরনের অত্যাচার থেকে মুক্তি। নেতাজির বলে যাওয়া এমন অনেক কথা যা ‘রচনাবলি’ গ্রন্থের বিভিন্ন খণ্ডে আছে, তা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। মৌমাছি যেমন বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করে, প্রকাশকও সেই ভাবে নেতাজির বিভিন্ন বত্তৃতা, বই, চিঠি থেকে যত্ন সহকারে উদ্ধৃতি চয়ন করেছেন। নেতাজিকে নিয়ে চারিদিকে যা দলাদলি, মারামারি, কাড়াকাড়ি তাতে অনেক সময় নেতাজি প্রসঙ্গে বিভিন্ন লেখায় লেখকের কিংবা প্রকাশকের নিজস্ব মতামতের প্রভাব পরিলক্ষিত হয়। এই বই শুধুমাত্র নেতাজির উদ্ধৃতি সংকলন, তাই এখানে প্রকাশকের নিজস্ব মতামত নেই। সেদিক থেকে বইটির নিরপেক্ষতা বিশেষভাবে লক্ষণীয়। এককথায় এই বই নেতাজির বিভিন্ন বক্তব্য, বত্তৃতা, চিঠি ও বিভিন্ন বইয়ের নির্যাস। প্রকাশকের পরিশ্রমের তারিফ না করে থাকা যায় না।

সমাজ জীবনে যখন পচন ধরেছে, রাজনীতি, সমাজনীতিতে যখন ধরা পড়ছে এক গভীর শূন্যতা, ব্যক্তিজীবন যখন এক অদ্ভূত আঁধারে আচ্ছন্ন তখন নেতাজিকে সর্বসাধারণের মধ্যে পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা তার মূল্য বিরাট। এই বই পাঠে পাঠক-মনে আনন্দ সঞ্চারিত হবে, সাথে সাথে মানবদেহের বিভিন্ন শিরা-উপশিরায় নতুন রক্ত ফল্গুধারার ন্যায় প্রবাহিত হবে, দূর হবে জমে থাকা বদরক্ত।

জিশু সামন্ত

খানাকুল, হুগলি