Breaking News

শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি আদায়

এআইকেকেএমএস উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে ১২ জুন রায়গঞ্জ কর্ণজোড়াতে ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার (ডিডিএ)-এর দপ্তরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়া হয়। দাবি ছিল, সারের কালোবাজারি বন্ধ করে এমআরপি রেটে রাসায়নিক সার সরবরাহ করতে হবে, সমস্ত কৃষিজ পণ্যের ন্যূনতম সহায়ক দাম (এসএসপি) ঘোষণা করতে হবে, ইটাহার ব্লকে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। ডেপুটেশনে তিন শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। ডিডিএ প্রতিনিধিদের জানান, ভুট্টার এমএসপি ২০০০ টাকা থাকলেও রাজ্য সরকার তা ঘোষণা করছে না। শিলাবৃষ্টিতে কৃষকদের ক্ষতিপূরণ সহ কিছু দাবি তিনি মেনে নেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা সম্পাদক দয়াল সিংহ, অফিস সম্পাদক তপন কুমার দাস, সহ সভাপতি নকুল রাম, আমিরুল ইসলাম, হবিবুর রহমান, মহম্মদ হেদায়েতুল্লাহ, রহিমুল হক প্রমুখ।