Breaking News

মিড ডে মিল কর্মীদের বিক্ষোভ

২৭ ফেব্রুয়ারি এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগণায় মথুরাপুর-১ বিডিওতে বিক্ষোভ দেখানো হয়। দেড় শতাধিক মহিলা এতে অংশগ্রহণ করেন। গত বছরের বাড়তি খাওয়ানোর টাকা অতি দ্রুত পাঠানো, তিন মাসের আটকে থাকা বেতন এক সপ্তাহের মধ্যে দেওয়া, মিড ডে মিল কর্মীদের দুপুরে খাওয়ার বিষয়টা সহ আরও কিছু দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।