Breaking News

মহিলা কুস্তিগিরদের সমর্থনে হরিয়ানায় বিক্ষোভ

আন্দোলনরত কুস্তিগিরদের সমর্থনে ৬ মে হরিয়ানার চরখি দাদরিতে নির্মাণ শ্রমিক ও কৃষকদের একটি মিছিল দাদরি বাসস্ট্যান্ড থেকে মিছিল করে রোহতক চকে যায়। সেখানে যৌন নির্যাতনে অভিযুক্ত বিজেপি সাংসদের কুশপুতুল পোড়ানো হয়। রাজ্যের ভবন নির্মাণ কারিগর মজদুর ইউনিয়নের সঙ্গে এই কর্মসূচিতে অংশ নেয় এআইকেকেএমএস-এর ভিওয়ানি জেলা কমিটি। ছিলেন শ্রমিক সংগঠন এআইইউটিইউসি-র জেলা সম্পাদক রাজকুমার বাসিয়া, এআইকেকেএমএস-এর জেলা সম্পাদক মাস্টার বস্তিরাম, রোহতাশ সিংহ, নির্মাণ শ্রমিক ইউনিয়নের জেলা প্রধান মনিরাম প্রমুখ।